শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে : মেয়র নাছির

প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ৬:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: দেশের সকল শ্রেণিপেশার মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার নগরভবনে ‘নগর ডিজিটাল সেন্টার শক্তিশালী ও টেকসইকরণ’ সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশের সকল শ্রেণিপেশার মানুষ যাতে ডিজিটাল সেবা সুবিধা ভোগ করতে পারে সে লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। শহর থেকে গ্রাম পর্যান্ত ডিজিটাল সেবা সুবিধা বিস্তারে তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার কার্যালয়েও ডিজিটাল সেন্টার স্থাপন করেছে। নগরে ডিজিটাল সেবা সুবিধা সর্বস্তরে পৌঁছে দেয়ার জন্য সরকারের পাশাপাশি সিটি কর্পোরেশন সরকারের সহায়ক অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ওয়ার্ড কার্যালয়গুলো থেকে যাতে নগরবাসী ডিজিটাল সেবা সুবিধা ভোগ করতে পারে সেজন্য আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। ওয়ার্ড অফিসগুলোকে আরো জনসেবামুখী করার লক্ষ্যে চসিক গৃহিত পদক্ষেপ ধারাবাহিক ভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের এক্ষেত্রে তৎপর হতে হবে যাতে মানুষ ডিজিটাল সেবা পায়।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সামসুদ্দোহার সভাপত্বিতে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চসিকের সচিব মো. আবুল হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এ টু আই প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট পারভেজ হাসান, প্রোগ্রাম কো অর্ডিনেটর মাজেদুল ইসলাম, স্পেশালিস্ট আশিকুর রহমান, সহকারি কমিশনার আবদুল্লাহ আল মাহফুজ বক্তব্য উপস্থাপন করেন।