শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

চট্টগ্রামে সরকারী বনের কাঠ পাচারকালে গ্রেফতার ২

প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ৬:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে সরকারী বন থেকে অবৈধভাবে সংগ্রহ করা ৪০ লাখ টাকা মূল্যের ২৫৮ সিএফটি কাঠসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়স্থ বালুরটাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফারুক মিয়া (৩৪) ও মোঃ আনিসুুল হক (৪০)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, চোরাকারবারীরা সরকারী বন থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল কাঠগুলো। এসব চোরাই কাঠ ভর্তি একটি ট্রাক নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ফিরিঙ্গী বাজারের দিকে আসার খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযানে নামে।

তিনি বলেন, পরে মৌলভী পুকুর পাড়স্থ বালুরটাল এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় ২৫৮ সিএফটি অবৈধ কাঠ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা বিভিন্ন সরকারী বন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।