শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

নতুন ইউপিডিএফ আত্মপ্রকাশের জের, অবরূদ্ধ খাগড়াছড়ি

প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ৯:২৩ অপরাহ্ন

শংকর চৌধুরী, খাগড়াছড়ি : পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ভেঙে নতুন আরেকটি ইউপিডিএফ করার প্রতিবাদে প্রসিত খীসা সমর্থকদের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। পার্বত্যাঞ্চলে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে দির্ঘদিন দিন ধরে আন্দোলন করে আসা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তাদের এ গণতান্ত্রিক কার্যক্রমকে ভন্ডুল করতে আইনশৃঙ্খলা বাহিনীর নগ্নহস্তক্ষেপে নতুন অগণতান্ত্রিক ইউপিডিএফ (বর্মা গ্র“প) আত্মপ্রকাশ করেছে অভিযোগ এনে এই অবরোধের ডাক দেয় মূল ইউপিডিএফ প্রসিত খীসা সমর্থকেরা।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় অবরোধের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা যায় প্রসিত খীসা সমর্থকদের। জেলা সদরের সাথে অভ্যন্তরীণ ও সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নির্ধারিত পরীক্ষা ও ক্লাস থাকায় পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়েছে শিক্ষার্থীদের। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবাজারের দিন হলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় বাজারের ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম।

এদিকে অপরুপ সুন্দর্যের লীলা ভুমি সাজেকের সাথে যান চলাচল বন্ধ থাকায় শতশত পর্যটক আটকা পড়েছে খাগড়াছড়ি শহরে। তবে বেলা বাড়ার সাথে সাথে শহর কেন্দ্রিক পরিবহনগুলোর চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশ সুপার আলী আহমদ খান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বুধবার ১৫ নভেম্বর সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে ইউপিডিএফ’র প্রসিত খীসা সমর্থকদের, অগণতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত সংগঠন অ্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ-গণতান্ত্রিক (বর্মা গ্র“প) নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেন বিভিন্ন সময়ে ইউপিডিএফ থেকে বহিস্কৃত ও দলছুট নেতারা। একই সময়ে মূল ইউপিডিএফ প্রসিত খীসা সমর্থিতরা জেলা সদরের স্বনির্ভর এলাকায় লাঠি মিছিল ও সমাবেশ করে নতুনদের প্রতিহতের ঘোষণা দিয়ে সড়ক অবরোধের ডাক দেয়।