মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১

| প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০১৭ | ৬:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে দেয়াল ধসে মোহাম্মদ ইসহাক (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার বিকেলে পশ্চিম মাদারবাড়ি এলাকার বালুর মাঠের পাশের এই দুর্ঘটনা ঘটে।

পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মো. জোবায়ের বলেন, বালুর মাঠে শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করে। শনিবার বিকেলে একদল খেলছিল। এ সময় কেউ কেউ মাঠের পাশে দেয়ালের ওপর বসে খেলা উপভোগ করছিল। এসময় দেয়ালটি ধসে পড়লে ঘটনাস্থলেই ইসহাকের মৃত্যু হয়। একই ঘটনায় আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।