মোর্শেদ নয়ন : ক্রেতা সেজে পুলিশ যোগাযোগ করে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে। সে ফাঁদে পা দেয়া দুই ইয়াবা ব্যবসায়ী ধরা পড়েছ পুলিশের জালে।
শনিবার রাতে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় এভাবে ফাঁদ পেতে ২ হাজার ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানান কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তাফা।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার বাসিন্দা মো. রাহিন (২২) ও বরিশাল চরকাউয়ার মো. জাবেদ হোসেন (৩৫)। তারা চট্টগ্রামের সীতাকুন্ড ও নগরীর বিভিন্ন এলাকায় পাইকারী দরে ইয়াবা সরবরাহ করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তাফা একুশে পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ীদের সন্ধান পাই আমরা। পরে ক্রেতা সেজে ফাঁদ পেতে এসআই সালাউদ্দিন জাহেদের নেতৃত্বে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সৈয়দুল মোস্তাফা।