মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ১৭০টি পাসপোর্ট জব্দ, গ্রেফতার ৮

| প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০১৭ | ৬:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে পাসপোর্ট নিয়ে দালালির অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭০টি পাসপোর্ট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- প্রদীপ চৌধুরী, মো. ওসমান, কামরুল হাসান, মো. জসিম, বিক্রম সিংহ, রাশেদ উদ্দিন, বাবলা সরকার এবং আবদুল মান্নান।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এসব দালালরা প্রকাশ্য তৎপরতা চালাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭০টি পাসপোর্ট জব্দ করা হয়।