চট্টগ্রাম: এক পরিবহন শ্রমিক নেতাকে মারধরের জের ধরে নগরীর বন্দর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মীরা। সোমবার বেলা সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত কাস্টমস মোড়, নিমতলা মোড় ও বারিক বিল্ডিং মোড়ে এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করে তারা। এতে ব্যস্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।
চট্টগ্রাম জেলা ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সবুর বলেন, রোববার রাতে নগরীর অক্সিজেন মোড়ে সংগঠনের কার্যকরী সভাপতি আবদুর নবী লেদুর ওপর হামলার ঘটনা ঘটে। মারধরের পাশাপাশি তার গাড়িও ভাংচুর করা হয়। এ সংবাদ শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সড়ক অবরোধ করে। ঘটনার সুরাহা না হলে মঙ্গলবার সংগঠনের জরুরি সভা থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বন্দর থানার ওসি মইনুল ইসলাম বলেন, এক শ্রমিক নেতাকে মারধর করা হয়েছে এমন অভিযোগ এনে শ্রমিকরা দুপুরে সড়ক অবরোধ করে। এরপর শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ। বেলা সোয়া ১টার দিকে অবরোধ থেকে সরে যায় শ্রমিকরা।