
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন কেন্দ্রীয় নেতার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে; এতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ রোববার সন্ধ্যায় ওই হামলার শিকার হন। এতে তার হাত কেটে গেছে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি মো. শাহিন খান বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।”
এদিকে এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।”
নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর পুলিশের একজন কর্মকর্তা জানান, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভেতরে নিরাপদে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে কথা বলছেন।
তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।