সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতকানিয়ায় মুক্তিপণের জন্য অপহৃত প্রবাসী ১০ ঘণ্টা পর উদ্ধার; অভিযুক্তরা পলাতক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মে ২০২৫ | ৫:৫৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় মুক্তিপণের জন্য অপহৃত এক সৌদি প্রবাসীকে অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উদ্ধার হওয়া মোহাম্মদ ইউনুস (৫০) সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

ইউনুসের স্ত্রী নাসিমা আক্তার (৪৪) অভিযোগে উল্লেখ করেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার স্বামী ইউনুস উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকায় নিজেদের নির্মাণাধীন একটি সেমিপাকা ঘর দেখতে যান। দুপুর দেড়টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তার পথরোধ করে। তারা প্রথমে ইউনুসের সঙ্গে তর্কাতর্কি করে, পরে মারধর করে টেনেহিঁচড়ে পাশের একটি বিলের মধ্য দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, দুপুর ২টা ৪ মিনিটে অপহৃত ইউনুসের মোবাইল ফোন থেকে তার মেয়ে তাসমিয়া তাহসিন তামান্নার ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে এক অজ্ঞাত ব্যক্তি বলেন, “তোমার বাবাকে অপহরণ করেছি। যদি জীবিত ফিরে পেতে চাও, তাহলে এনু মিয়ার দোকানের সামনে এনামকে দুই লাখ টাকা দেবে। পুলিশে জানালে মেরে ফেলব।”

নাসিমা আক্তার জানান, এরপর বিকেল ৩টা ১০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে অপহরণকারীরা পুনরায় ফোন করে। সেসময় তারা মুক্তিপণের অঙ্ক কমিয়ে এক লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ইউনুসের ‘অশ্লীল ছবি-ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—মো. সাকিব (২৪), মো. আকিল (২৩), মো. ইমন (২৩) এবং মো. এনাম (৩৫)। এছাড়া আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। স্থানীয়দের বরাতে অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। রাত সাড়ে ১১টার দিকে অপহৃত মোহাম্মদ ইউনুসকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ইউনুস উদ্ধারের পর তার পরিবার স্বস্তি প্রকাশ করলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তারা কিছুটা আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।