সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জামিন নামঞ্জুর, বিস্ফোরক মামলার আসামি আব্বাস গেলেন কারাগারে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মে ২০২৫ | ১:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরকদ্রব্য আইনের এক মামলার আসামি আব্বাস উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে তা নামঞ্জুর করা হয়।

রোববার (১৮ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আব্বাস উদ্দিন। শুনানি শেষে বিচারক মো. নুরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্বাস উদ্দিন লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলার আসামি আব্বাস উদ্দিন হাইকোর্ট থেকে আট সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছিলেন। সেই মেয়াদ শেষ হওয়ার আগে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।”

লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে এক ব্যক্তি বাদী হয়ে লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আব্বাস উদ্দিন ৩৫ নম্বর এজাহারভুক্ত আসামি।