চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি আবিদ হাসান রকিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে প্রায় ছয় মাস পলাতক থাকার পর রোববার রাতে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৯ মে) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ রকিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার রকি উপজেলার সরফভাটা ইউনিয়নের কোরবান আলী সওদাগর বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, গত বছরের ১৩ নভেম্বর একই ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে রকি ও তার কয়েকজন সহযোগী তাকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হলে রকি আত্মগোপনে চলে যায়।
এসআই শাহীন আরও জানান, রোববার রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই সোহেল রানা ও তিনি (এসআই শাহীন) একটি বিশেষ অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর এলাকা থেকে রকিকে আটক করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “এই মামলায় মোট পাঁচজন আসামি ছিল, যাদের মধ্যে চারজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।”
তিনি আরও বলেন, “মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রকি দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। গতকাল (রোববার) সেনাবাহিনীর দেওয়া তথ্য ও তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে ধরতে সক্ষম হই। আজ (সোমবার) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”