চট্টগ্রামের রাউজানের একটি বাজারে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ ঘিরে উৎসুক জনতার ভিড় জমেছে। বিক্রেতা মাছটির দাম হেঁকেছেন ৪০ হাজার টাকা।
সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে মাছটি বিক্রির জন্য রাউজানের পাহাড়তলী বাজারে আনা হয়।
মাছ বিক্রেতার ভাষ্যমতে, লাল রঙের এই কোরাল মাছটি কর্ণফুলী নদী থেকে বড়শিতে ধরা পড়েছে। বাজারে এত বড় মাছ আসার খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন সেটি দেখতে ভিড় করেন। অনেকেই মাছটি কেনার জন্য বিক্রেতার সঙ্গে দামাদামিও শুরু করেন।
তবে মাছ বিক্রেতা প্রায় এক ঘণ্টা বাজারে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত দামে মাছটি বিক্রি করতে পারেননি। শেষ পর্যন্ত ক্রেতা-বিক্রেতার মধ্যে দামে বনিবনা না হওয়ায় বড় এই মাছটি বিক্রির জন্য শহরের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।