শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জনগণ : নুর

‘গুমের রাজনীতি’ বন্ধের ডাক নুরের, চকরিয়ায় নতুন প্রার্থী পরিচয়
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ জুলাই ২০২৫ | ১১:৪৭ অপরাহ্ন


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন হলে সব দলের অংশগ্রহণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে এবং দেশের জনগণও এমন নির্বাচন পছন্দ করে।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার মাঠে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতিফলন বাংলাদেশের মানুষ পায়নি। জুলাই ’২৪ এর আন্দোলনে যে ফ্যাসিস্ট শক্তিকে হটানো হয়েছে, সেই শহীদের ত্যাগ যেন বৃথা না যায়। সবাইকে সজাগ থাকতে হবে, যাতে আর কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই জনপদের সন্তান সাবেক এমপি, মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করে ভারতের সীমান্ত এলাকায় ফেলে দেওয়া হয়েছিল। হায়াত ছিল, আপনাদের দোয়া ছিল, তাই বেঁচে আছেন। নতুন বাংলাদেশে থেকে গুমের রাজনীতি বন্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

পথসভায় নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় পার্বত্য বিষয়ক সম্পাদক আবদুল কাদের প্রাইমকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে তিনি পেকুয়া উপজেলার মেহেরনামায় ‘জুলাই আন্দোলনে’ নিহত কলেজছাত্র ওয়াসীমের কবর জিয়ারত করেন এবং ওই এলাকার বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন।

চকরিয়ার পথসভায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতারাও বক্তব্য রাখেন।