
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি বাজারে সাপ্তাহিক হাটের দিনে সৃষ্ট যানজট নিরসনে স্বেচ্ছাসেবী হিসেবে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছেন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
শনিবার সকাল থেকে বোয়ালখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রায় অর্ধশত নেতা-কর্মী এ কার্যক্রমে অংশ নেন।
নেতারা জানান, সাপ্তাহিক হাট উপলক্ষে বোয়ালখালী বাজার এলাকায় যানজট একটি নিয়মিত সমস্যা। বাজার কমিটির জনবল সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় তারা মানুষের দুর্ভোগ কমাতে মাঠে নামেন।
দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন বলেন, “বোয়ালখালী হচ্ছে দীঘিনালার সবচেয়ে বড় হাটবাজার। এখানে প্রতি হাটের দিন ভয়াবহ যানজট তৈরি হয়। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমরা এ উদ্যোগ নিয়েছি।”
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ বলেন, “রাজনীতি মানেই শুধু মিছিল-সমাবেশ নয়, মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই বাজারে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে মানুষ কষ্ট পায়।”
তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সুলতান আহমেদ নামে এক বাসিন্দা বলেন, “অতীতে হাটে আসা মানেই দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকা, আজকে প্রথমবার এসে শান্তিতে বাজার করতে পারলাম। তাদেরকে ধন্যবাদ জানাই।”
আয়োজকরা জানিয়েছেন, এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।