শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শিল্প এলাকায় দুর্বৃত্তদের দমনে যৌথ বাহিনীর অভিযান চান নুর

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ জুলাই ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ন


দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেছেন, এই অভিযান চিহ্নিত অপরাধী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধেই পরিচালিত হবে, সাধারণ মানুষ বা ছাত্রদের বিরুদ্ধে নয়।

রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

নুর বলেন, “দেশের শিল্প এলাকাগুলোতে একদল দুর্বৃত্ত আধিপত্য, চাঁদাবাজি, মাস্তানি ও টেন্ডারবাজি করছে। এগুলো নিরসনের জন্য নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করলে দেশ অনেকটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে রেহাই পাবে। কারখানায় হামলা-ভাঙচুরের পেছনে দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্র রয়েছে।”

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, প্রশাসন কোথাও অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে সরকারকে আবারও নতুন করে জনরোষের মুখোমুখি হতে হবে।”

নির্বাচন পদ্ধতি নিয়েও কথা বলেন নুর। তার মতে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে “পেশিশক্তি ও কালো টাকার প্রভাব রাজনীতিতে আর থাকবে না।” জাতীয় নির্বাচনের আগে সিটি করপোরেশন ও পৌরসভার মতো কয়েকটি স্থানীয় নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান তিনি, যাতে রাজনৈতিক দলগুলোর চরিত্র ও প্রশাসনের নিরপেক্ষতা যাচাই করার সুযোগ হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মো. জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাবেক সভাপতি শামসুল হক হায়দারী, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং গণ অধিকার পরিষদের নেত্রী নাসরীন।