
চট্টগ্রামের হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান চালিয়ে সড়কের দুই পাশের অবৈধ ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় পৌরসভার বাসস্ট্যান্ড মোড় থেকে মডেল থানা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন।
অভিযানকালে সড়কের দুই পাশের অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং জনসাধারণকে সড়ক দখল না করে আইন মেনে চলার জন্য সচেতন করা হয়। এ সময় বাস ও সিএনজি মালিক সমিতিকে যথাযথ স্থানে পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
ইউএনও আবদুল্লাহ আল মুমিন বলেন, “যানজট ও সড়ক দুর্ঘটনা রোধ এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজ যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা অমান্য করলে আগামীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, হাটহাজারী পৌরসভা ও বাজারের যানজট সমস্যা সমাধানে আগামী সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সংশ্লিষ্টদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।