মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ যুবক আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৫ | ২:৫৮ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ, যাকে ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আটক মো. মাসুক আমিন মাসুক উপজেলার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকার নুরুল আমিনের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে মাসুককে আটক করা হয়।

তিনি বলেন, “মাসুক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”

ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।