মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষে জানালা কেটে চুরি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৫ | ৩:০৪ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক কর্মকর্তার কক্ষের জানালা কেটে একটি টেলিভিশন ও প্রিন্টারসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার।

ডা. শরমিন বলেন, “রবিবার সকালে অফিস খুলে আমার কক্ষে ঢুকে দেখি জানালা কাটা। রুম থেকে একটি এলইডি টিভি ও একটি প্রিন্টার মেশিন চুরি হয়ে গেছে। তবে কক্ষে একটি কম্পিউটার থাকলেও সেটি নেয়নি।”

ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

কার্যালয়ে কোনো নৈশপ্রহরী ছিল না জানিয়ে এই কর্মকর্তা বলেন, “অফিসে কোনো নাইট গার্ড নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নৈশপ্রহরী নিয়োগের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে।”

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির মালামাল উদ্ধার এবং চোর শনাক্তে পুলিশের অভিযান চলছে।”