মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ছাত্র আন্দোলনে হামলায় বিস্ফোরক মামলা: লোহাগাড়ায় ২ ইউপি সদস্য গ্রেপ্তার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৫ | ৫:৩৪ অপরাহ্ন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনের এক মামলায় চট্টগ্রামের লোহাগাড়ায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুল হক এবং চরম্বা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুশ শুক্কুর ওরফে কালু।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তার মাহমুদুল হক কলাউজান ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে আছেন।