
চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় পড়ে গিয়ে মো. ইছাক (৬০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ইছাক একই এলাকার ঠান্ডা মৌলবি বাড়ির মৃত মো. আমির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইছাক ওই এলাকার সেন বাড়িতে একটি বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত পা পিছলে মাটিতে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকা কামাল পাড়া ক্লাবের সভাপতি মো. ওসমান জানান, ইছাক ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং গত দুইদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেনেছি তিনি সিড়ি থেকে পড়ে আহত হয়ে মারা গেছেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।