মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পুলিশের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০২৫ | ৯:৩৭ অপরাহ্ন


চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল।

শুক্রবার নগরীর হামজারবাগ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম বন্দর থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে সমাবেশে অভিযোগ করেন বক্তারা।

মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাইফের অনুসারীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি হামজারবাগ থেকে শুরু হয়ে কয়েকটি এলাকা ঘুরে হিলভিউতে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

যুবদল নেতা মাসুদের সভাপতিত্বে ও আলতাফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন এবং ৪৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহীন বলেন, “চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। যার ফলে নিষিদ্ধ ছাত্রলীগ পুলিশের ওপর হামলার সুযোগ পাচ্ছে। অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

প্রশাসনের ভেতরে ‘ফ্যাসিবাদীদের গন্ধ পাওয়া যাচ্ছে’ বলেও মন্তব্য করেন এই ছাত্রদল নেতা। তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ কোনো ‘নৈরাজ্য’ সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনকে সাহসী ভূমিকা রাখতে হবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন উজ্জ্বল, মোঃ মামুন, মাহিদুল ইসলাম মাহিদ, দেলোয়ার হোসেন দেলু, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. রাকিব ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী ইসলাম রায়হান, ফেরদৌস মাহমুদ, ফাহিম মাহমুদ, ইমন হোসেন, মোর্শেদ আলম সৌরভ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ ছাত্রদলের সভাপতি এ জে আল আমিন, সাধারণ সম্পাদক তাসনুবাদ ইসলাম তানিশ এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাজুল আমিন।