
এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে হাটহাজারী উপজেলার মদুনাঘাটের রামদাস মুন্সিরহাট সংলগ্ন হালদা নদীর অংশে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. বাবলু নামে ওই ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালায় এই দণ্ড দেওয়া হয়।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত বোট ও ডাম্পারের সাহায্যে অবৈধভাবে বালু পরিবহনের সময় বাবলুকে আটক করা হয়। জরিমানার অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের মাধ্যমে আদায় করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। দণ্ডিত বাবলু আলমগীর মিস্ত্রির ছেলে।
অভিযান পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, নৌ পুলিশের এএসআই মো. রমজান আলী এবং হালদা নদীর পাহাড়াদার আলমগীর, আদিল ও আয়ুব উপস্থিত ছিলেন।
ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, “হালদা নদীর জীববৈচিত্র্য ও মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”