
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাংসের দোকান থেকে ২০ কেজি পচা ও বাসি গরুর মাংস জব্দ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার দুপুরে উপজেলার বটতলী বাজারের সাদেক নামের এক মাংস বিক্রেতার দোকান থেকে এসব মাংস জব্দ করা হয়।
পরে জব্দ করা মাংসগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং অভিযুক্ত বিক্রেতাকে সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী স্বাস্থ্য অধিদপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর শের আলী জানান, নিয়মিত বাজার পরিদর্শনের সময় তিনি গোপন সংবাদের ভিত্তিতে সাদেকের দোকানে অভিযান চালান।
শের আলী বলেন, “সাদেক গতকালকের অবিক্রিত মাংস ফ্রিজে রেখে আজ সকালে আবার বিক্রি করছিলেন। মাংসগুলো পচা ও খাওয়ার অনুপযোগী ছিল। জব্দ করার পর তিনি মাংসগুলো বাসি বলে স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন।”
অভিযানের সময় লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, সদস্য সচিব সরওয়ার আকতারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।