
চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার এওচিয়া ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে ইমনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম।
গ্রেপ্তার ৩৬ বছর বয়সী ইমন এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পন্ডিত বাড়ির আব্দুল মাবুদের ছেলে। ২০১৮ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ঘোষিত সাতকানিয়া উপজেলা কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন; ওই কমিটি ঘোষণার পর থেকে ‘বিতর্কিত’ হিসেবে পরিচিতি পায়।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, “সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়ামিনুর রহমান ইমনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি এই পুলিশ কর্মকর্তা।