মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আনোয়ারা হাসপাতালে এ কী হাল! দুদকের অভিযানে বেরিয়ে এল থলের বিড়াল

জিন্নাত আয়ুব | প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০২৫ | ৬:১৯ অপরাহ্ন


রোগী হয়রানি, ডাক্তারদের অনুপস্থিতি এবং অব্যবস্থাপনার একগুচ্ছ অভিযোগের পর অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হলো চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রবিবার (২৪ আগস্ট) দুপুরে আকস্মিক এক অভিযানে হাসপাতালের সেবার মানের নাজুক চিত্র উঠে আসে, যার পরিপ্রেক্ষিতে সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

আনোয়ারা উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি চিকিৎসাসেবা পৌঁছে দিতে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হলেও, সম্প্রতি এটি অনিয়ম ও হয়রানির কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ ওঠে। বহির্বিভাগে সময় শেষ হওয়ার আগেই ডাক্তারদের চলে যাওয়া, বাজেট সংকটের অজুহাতে জেনারেটর ও এক্স-রে মেশিন বন্ধ রাখা, এবং রোগীদের সাথে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ জমা হচ্ছিল দুদকের কাছে। গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে এসব অভিযোগের সত্যতা যাচাইয়েই আজ মাঠে নামে দুদক।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপুর নেতৃত্বে চার সদস্যের একটি দল হাসপাতালে প্রবেশ করে ঝটিকা অভিযান শুরু করে। দলটি বহির্বিভাগ থেকে শুরু করে জরুরি বিভাগ, এক্স-রে রুম এবং নিস্তব্ধ জেনারেটর রুম ঘুরে দেখেন। এরপর তারা সরাসরি ওয়ার্ডে প্রবেশ করে রোগীদের শয্যার পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ ও অভিযোগের কথা শোনেন। হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করেন তারা।

অভিযানের পর টিম লিডার ইমরান খান অপু সাংবাদিকদের বলেন, “হাসপাতালের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। বিশেষ করে, বহির্বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। এছাড়া, বাজেট সংকটের কারণে জেনারেটর এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকার কথা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আমরা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।”

দুদকের আকস্মিক অভিযানে অনেকটাই অপ্রস্তুত হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের গাফিলতির কথা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “অভিযোগগুলোর বিষয়ে দুদক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমার অজান্তেও কিছু ঘটনা ঘটেছে, যা আজ জানতে পারলাম। আমরা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।”

দুদকের এই অভিযানে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের অব্যবস্থাপনার চিত্র সামনে আসায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এখন কর্তৃপক্ষের দেওয়া আশ্বাস কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই তাকিয়ে আছেন সেবাগ্রহীতারা।