মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় স্কুল সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০২৫ | ৯:১৯ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় এক ব্যক্তিকে ‘সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী’ আখ্যা দিয়ে একটি স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এনামুল হকের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করেন বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা।

সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া তেওয়ারী হাট বাজার এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২১ আগস্ট এনামুল হককে বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি করা হয়, যিনি ‘সাবেক আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোটকেন্দ্র দখলকারী’ হিসেবে পরিচিত।

বক্তাদের ভাষ্য, এনামুল হক টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ সাবেক সরকারের বিভিন্ন নেতার ‘ঘনিষ্ঠ সহযোগী’ ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে।

এদিকে, এনামুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগও করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সভাপতি জসিম উদ্দিনের করা অভিযোগে বলা হয়, “এনামুল হক আওয়ামী লীগের বিভিন্ন নেতার দোসর হয়ে কেন্দ্র দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে সভাপতি করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।”

এসব অভিযোগের বিষয়ে জানতে এনামুল হকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়ার সভাপতিত্বে ও পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম ও পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোহেল।