
বিএনপির মিটিংয়ে যাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় আলোচিত সোহেল পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একইদিন সকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সোহেল পাটোয়ারী (৩২) উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোব্বাতের ঘোনা এলাকার মোহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ আগস্ট বিকেলে উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর ইকোপার্কের সামনের সড়কে গাড়ির গতিরোধ করে জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকার বাসিন্দা মো. ইউনুছ আলী (৩৪) ও সিএনজিচালক মো. ভুট্টো (৪১)-এর ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের মাথায় আঘাতসহ মারধর করা হয়।
পরে আহতদের ভাই হযরত আলী (২০) বাদী হয়ে সোহেল প্রকাশ সোহেল পাটোয়ারীকে প্রধান আসামি এবং আরও দুজনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামি সোহেলকে কোব্বাতের ঘোনা এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “সোহেল পাটোয়ারী হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে ১টি হত্যা, ৪টি মারামারি ও ১টি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।”
উল্লেখ্য, বিএনপির মিটিংয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা উল্লেখ করে এবং এ হামলার প্রতিবাদে গত সোমবার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কাপ্তাই সীমান্তবর্তী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।