মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

খামারে মুরগি খেতে এসে ফটিকছড়িতে ফাঁদে আটকা পড়ল মেছোবাঘ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ অগাস্ট ২০২৫ | ৬:১১ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে এক খামারির পাতা ফাঁদে আটকা পড়েছে একটি মেছোবাঘ।

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমত বাড়ি এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষক এয়াকুব আলী জানান, বেশ কিছুদিন ধরে একটি অজ্ঞাত প্রাণী তার খামারে ঢুকে মুরগি খেয়ে ফেলছিল। এর প্রতিকার পেতে তিনি একটি ঝুড়ি দিয়ে ফাঁদ পাতেন।

তিনি বলেন, “ভোরবেলায় মুরগির খামারে শব্দ শুনে গিয়ে দেখি, ঝুড়ির ফাঁদে একটি মেছোবাঘ আটকা পড়েছে।”

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়।

নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে প্রাণীটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।”

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “স্থানীয়দের কাছ থেকে মেছোবাঘটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের হেফাজতে আনা হয়েছে। এটিকে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”