
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন স্থানীয়রা; তা না হলে থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা।
ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে শুক্রবার বিকালে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মেখলের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে মেখলের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আমরা থানা ঘেরাও করব।”
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ইছাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে গত ২০ অগাস্ট দুপুরে মেখল ইউনিয়নের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে দুর্বৃত্তরা গুলি চালায়। ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বারান্দার গ্লাসে গুলির চিহ্ন দেখতে পায় এবং ভবনের নিচ থেকে ৯টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে।
ওইদিন সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে ব্যবসায়ী জাহাঙ্গীরের পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার রাতেই ফটিকছড়ি উপজেলা এলাকা থেকে মো. মানিক (২৮) নামে একজনকে আটক করে পুলিশ। পরদিন বাড়ির তত্ত্বাবধায়ক মো. নুর নবী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা করেন। তবে ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।