
চট্টগ্রামের হালদা নদী থেকে জব্দ করা প্রায় ৩ হাজার ১০০ মিটার অবৈধ চরঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার বিকালে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নোয়াহাট সংলগ্ন হালদা চত্বরে জালগুলো পোড়ানো হয়।
এর আগে বৃহস্পতিবার হালদা নদীর নাঙ্গলমোড়া, ছিপাতলীর বোয়ালিয়ার মুখ ও আলমের কুমসহ বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে হালদা নৌ পুলিশ।
হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রমজান আলী বলেন, অভিযানে পাতানো অবস্থায় পাঁচটি জাল জব্দ করা হয়, তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, “নদীর প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জাল ধ্বংস করার সময় অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাউজান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।