মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলায় বিএনপি নেতা উদয় কুসুম বহিষ্কার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০২৫ | ৫:৩১ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

এর আগে রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের দায়ী করে এবং তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন উদয় কুসুম বড়ুয়া। তার বিরুদ্ধে সংঘর্ষে উসকানি দেওয়ারও অভিযোগ ওঠে।