
কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ‘আর রহমান বেকারি’তে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
অভিযানে চকরিয়া থানা পুলিশের একটি দল এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আর রহমান বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, কারখানার ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করে শোরুমে বিক্রি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।”
জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।