মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবিতে সংঘর্ষ: এবার ৭ দফা দাবি জানাল জোবরা গ্রামবাসী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৫ | ১০:২৬ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর এবার সাত দফা দাবি উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দারা। সোমবার বিকেলে ‘জোবরা সমাজ সংস্কার ও উন্নয়ন পরিষদ’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে সংঘর্ষে উসকানিদাতা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার এবং হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, দোকানপাট ও লুট হওয়া গরুর জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

এলাকাবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেছেন, ভবিষ্যতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ভাড়া বাসায় থাকেন, তাদের ‘শালীনভাবে’ চলাফেরা করা এবং এলাকার সামাজিক পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকারও দাবি জানানো হয়।

এছাড়া ভাড়া বাসায় মাদক সেবন, ‘নারী-পুরুষের অনৈতিক অবস্থান’ এবং গভীর রাতে উচ্চস্বরে চিৎকার বা গোলমাল বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত তদারকি বাড়ানোর দাবিও জানিয়েছে জোবরা সমাজ সংস্কার ও উন্নয়ন পরিষদ।