মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পটিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৫ | ৬:২৬ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাপের কামড়ে ফেরদৌস বেগম নামে ৩২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কুর হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহত ফেরদৌস বড়লিয়া ইউনিয়নের বেলখাইন গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেলের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, ফেরদৌস বেগম দুপুরে ঘরের কাজ করছিলেন। এ সময় ঘরের এক কোণে রাখা মাছ ধরার জাল সরাতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তাকে দংশন করে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিহা রওশন বলেন, “হাসপাতালে আনার আগেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।”