মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ার নতুন এসিল্যান্ড দেবব্রত দাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন দেবব্রত দাশ।

মঙ্গলবার তিনি যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩১ আগস্ট তিনি রাঙ্গুনিয়ায় তার নতুন কর্মস্থলে যোগ দেন।

দেবব্রত দাশ ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। সাতক্ষীরা জেলার বাসিন্দা দেবব্রত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন।

রাঙ্গুনিয়ায় যোগদানের আগে তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।

রাঙ্গুনিয়ায় পূর্বে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন মারজান হোসাইন। সম্প্রতি তার বদলির পর এই পদে দেবব্রত দাশকে পদায়ন করা হয়।