মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবিতে সংঘর্ষ: জোবরা গ্রাম পরিদর্শনে ইউএনও, সহায়তার আশ্বাস

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮:৪০ পূর্বাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হাটহাজারীর জোবরা গ্রাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

মঙ্গলবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করে গ্রামবাসীসহ সব পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় ইউএনও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দ্রুত এলাকাবাসীর ক্ষয়ক্ষতি নিরূপণ করার নির্দেশ দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে সোমবার রাতেও ইউএনও মুমিন নগরীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে সংঘর্ষে গুরুতর আহত ও চিকিৎসাধীন জোবরা গ্রামের বাসিন্দা আরমান হোসেনের চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন।