মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

যুবদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৫ | ৭:৫৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ ফারুক হোসেন (৪৫) নামে এক যুবদল নেতাকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত এনসিপি নেতা জহির উদ্দিন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ফারুককে ইয়াবাসহ স্থানীয়রা আটক করেছিল।

বৃহস্পতিবার দুপুরে লোহাগাড়ার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ফারুককে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার অভিযোগ করেছে।

ওইদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে ফয়সাল উদ্দিন জানান, তার বাবা অসুস্থ দাদাা কে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৭-৮ জন লোক এসে তাকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

আহত ফারুককে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা জানান, ফারুকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে অভিযুক্ত এনসিপির লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়ক জহির উদ্দিন বলেন, “ফারুক মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়রা তাকে ইয়াবাসহ আটক করে। সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে এক ভিডিওতে স্বীকারও করেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।”

এ ঘটনায় ভুক্তভোগীর ভগ্নিপতি মো. ইসমাইল হোসেন লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী ফারুক হোসেন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন যুবদলের সভাপতি।