শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাজনৈতিক দল থেকে দূরে থাকুন, তেল দেবেন না: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘একটু খারাপের দিকে গেছে’, স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৩:০২ অপরাহ্ন


আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পেশিশক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার পট পরিবর্তন হয়।

রোববার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের জন্য ‘নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্প্রতি “একটুখানি খারাপের দিকে গেছে।”

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনাদের আমি বলছি যে, আপনারা কিন্তু রাজনৈতিক দল থেকে একটু দূরে থাকবেন। আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পরে তেল শেষ হয়ে যাবে। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য চেষ্টা করবেন।”

তিনি আরও বলেন, “আপনারা ১৪, ১৮, ২৪ এর নির্বাচন মাথা থেকে মুছে ফেলেন। আমরা চাই আগামী জাতীয় নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর।”

নির্বাচনের আগে পুলিশ সদস্যদের বদলি লটারির মাধ্যমে করা হবে জানিয়ে তিনি বলেন, “পোস্টিংটা আমি লটারির মাধ্যমে করে দেব। এটার মধ্যে অনেক প্রতিবন্ধকতা আসবে, কারও কোনো কথা শুনব না।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “আমাদের প্রায় দেড় লাখ পুলিশ নির্বাচনের সময়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে।”

অনুষ্ঠান শেষে রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যে রকম ছিল, গত কয়েকদিনের ঘটনায় আমি বলব একটুখানি খারাপের দিকে গেছে।” তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং রাজবাড়ীর ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে বলে তিনি জানান।