মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভার প্রস্তুতি

নাগরিক কমিটির উদ্যোগ
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২:৫৪ অপরাহ্ন

প্রগতিশীল আন্দোলনের কর্মী ও বিশিষ্ট পেশাজীবী সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে এ সভা আয়োজন করে নাগরিক কমিটি।

স্মরণসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত বসু, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. শাহ আলম, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ, নজরুল সংগীত শিল্পী সংস্থার সহ সভাপতি ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপেন চৌধুরী, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি টিকলু কুমার দাশ, সাবেক যুবনেতা শিহাব চৌধুরী বিপ্লব, সাবেক যুবনেতা রিপায়ন বড়ুয়া, সমাজ সমীক্ষা সংঘের অতিরিক্ত নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ প্রমুখ।

সভায় বক্তারা সাইফুদ্দিন খালেদ খসরুর স্মৃতিচারণ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শৈশব ও কৈশোরকালেই তিনি মননশীল ও ঋদ্ধ ব্যক্তিদের সংস্পর্শে বেড়ে ওঠেন। একটি সুরুচিসম্পন্ন সাংস্কৃতিক আবহে তার প্রাথমিক বেড়ে ওঠার দিনগুলো কেটেছে। আমৃত্যু তিনি প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং বিশ্বাস করতেন মুক্ত মানুষের মুক্ত সমাজে। যুক্তি ও বুদ্ধির মুক্তির প্রতি তার ছিল গভীর আস্থা।

আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় এ অনুষ্ঠান সফল করতে সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তার গুণগ্রাহী সকলকে স্মরণসভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।