
হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার নগরীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “অবৈধভাবে রেমিট্যান্স আসলে দেশে মূল্যস্ফীতি বাড়ে। তাই দেশের রিজার্ভ স্থিতিশীল রাখতে বৈধ পথে প্রবাসী আয় আনা অপরিহার্য।”
ফিনটেক কোম্পানি ‘নালা’ আয়োজিত ‘রেমিট্যান্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এ সভায় মেয়র গণমাধ্যমকে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বৈধ পথে টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করতে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন।
মেয়র শাহাদাত বলেন, “প্রবাসে বাংলাদেশিদের চাকরি হারানোর বিষয়ে দূতাবাসগুলোকে ভাবতে হবে এবং তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কানাডার মতো দেশে নার্স ও স্বাস্থ্যসেবা সহকারীর প্রচুর চাহিদা রয়েছে। এর জন্য আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে তুলতে হবে।”
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “বৈদেশিক মুদ্রা বৈধ চ্যানেলে দেশের রিজার্ভের মধ্যে না ঢুকলে সেটি কালো টাকা। হুন্ডি একটি অবৈধ চ্যানেল, এর সঙ্গে রিজার্ভের কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে গণমাধ্যম জনমত গড়ে তুলে জবাবদিহি নিশ্চিত করতে পারে।”
‘নালা’ বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান বলেন, তাদের প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে দ্রুত ও নিরাপদে টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে এবং হুন্ডির চেয়ে আকর্ষণীয় বিনিময় হার ও সরকারি প্রণোদনা নিশ্চিত করছে।
সভায় অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক আরিচ আহমেদ শাহ বক্তব্য দেন।