মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ | ৭:৪৪ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড়বিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এইচ এম সানাউল্লাহর (২৭) বয়স ২৭ বছর।

ভুজপুর থানার ওসি মাহবুবুল হক জানান, সানাউল্লাহ সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পানির বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূজপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সানাউল্লাহ বড়বিল গ্রামের বাসিন্দা মো. ইউনুছের ছেলে এবং উপজেলার শাহনগর ইসলামীয়া হাফেজীয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।