
চট্টগ্রামের সাতকানিয়ায় দুই কৃষকের গোয়াল থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. সেলিম জানান, তার প্রায় আড়াই লাখ টাকা মূল্যের দুইটি গরু এবং একই এলাকার মোস্তাফিজুর রহমানের প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হয়েছে।
মো. সেলিম বলেন, “গরুগুলো আমার পরিবারের একমাত্র ভরসা ছিল। দিনরাত কষ্ট করে বড় করেছি। সব গরু চুরি হয়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছি।”
স্থানীয়রা জানিয়েছেন, এই চুরির ঘটনায় এলাকার অন্য কৃষকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।