মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই: একজন গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৬:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আরকান চৌধুরী (২৫) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট এলাকার মো. জাকির হোসেনের ছেলে।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, শুক্রবার রাতে মনুফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে আরকানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে নগদ ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

ওসি জাহেদুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরকান ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

গত ৮ সেপ্টেম্বর দুপুরে কাঞ্চনা মনুফকিরহাট বাজারের জলদাশপাড়া সেতুর ওপর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের কাঞ্চনা শাখার কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরীর কাছ থেকে দুর্বৃত্তরা তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় অভি চৌধুরী বাদী হয়ে সাতকানিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।