
চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ‘গাউছিয়া সুইটস অ্যান্ড বেকারি’ নামের ওই প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন, “অভিযানের সময় কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, সেখানে বেকারি পণ্য তৈরিতে ময়লা পানি ব্যবহার করা হচ্ছে। এছাড়া উৎপাদিত পণ্যের প্যাকেটে উৎপাদনের বা মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ ছিল না।”
ইউএনও আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদবিহীন পণ্য তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করে দেওয়া হয়।
তিনি বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহার মানুষের জীবনের জন্য হুমকি। এ ধরনের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”