
চট্টগ্রামের পটিয়ায় একটি ডেইরি ফার্মে হানা দিয়ে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে নগদ টাকা ও সিসিটিভির রেকর্ডিং ডিভাইস লুট করেছে একদল ডাকাত।
শনিবার গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ‘মাসুদ ডেইরী পোল্ট্রি অ্যান্ড ফিসারিজ’ এ ঘটনা ঘটে বলে পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির সুপারভাইজার ফজলুল কাদের জানান, রাত ২টার দিকে ৪-৫ জনের একটি মুখোশধারী দল অস্ত্রশস্ত্র নিয়ে খামারের দেয়াল টপকে ভেতরে ঢোকে।
তিনি বলেন, “ঢুকেই ডাকাতরা চারজন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর তাদের হাত-পা বেঁধে তিনতলার একটি কক্ষে আটকে রাখে।”
“পরে তারা দ্বিতীয় তলার অফিস কক্ষের আলমারি ও তালা ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা এবং প্রমাণ নষ্ট করার জন্য সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনটিও নিয়ে যায়।”
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় খামারের কর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।