
চট্টগ্রামের আনোয়ারায় একটি বাড়িতে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; উদ্ধার করা হয়েছে লুট হওয়া স্বর্ণালংকার ও টাকা।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আজিজুর রহমান বাবুল (৪১) ও একই এলাকার দুদু মিয়ার ছেলে মো. শওকত হোসেন।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, শনিবার রাতে রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “সম্প্রতি আনোয়ারায় একটি বাসার তালা ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ বিশ হাজার টাকা চুরির একটি অভিযোগ আসে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।”
তিনি আরও বলেন, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই চোরকে শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পাশাপাশি চোরাই হওয়া মালামালও উদ্ধার করা হয়।”