মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শ্রমিক আটকের প্রতিবাদে ফটিকছড়ির চা-বাগানে মানববন্ধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৪:৫৩ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে এক চা-শ্রমিককে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তার সহকর্মীরা।

রোববার উপজেলার নারায়ণহাটের নেপচুন চা-বাগানের কারখানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

গত ৪ সেপ্টেম্বর বাগান কর্তৃপক্ষের দায়ের করা একটি মামলায় মো. শহীদুল ইসলাম নামে ওই শ্রমিককে গ্রেপ্তার করে ভূজপুর থানা পুলিশ।

মানববন্ধনে শ্রমিক নেতারা দাবি করেন, শহীদুলকে ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’। অবিলম্বে তার মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দেন তারা।

বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মৃদুল কর্মকার বলেন, “আমাদের চা-শ্রমিক শহীদুলকে মিথ্যা মামলায় আটক করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সে যদি কোনো ভুল করেও থাকে, আমরা পঞ্চায়েত নেতারা বসে তা সমাধান করতাম।”

এ বিষয়ে জানতে চাইলে নেপচুন চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন বলেন, “সম্প্রতি আমাদের একটি নার্সারিতে চারাগাছ পোড়ানোর ঘটনা ঘটে। এর আগেও বাগানে বিভিন্ন চুরির ঘটনা ঘটছিল। মালিকের সম্পত্তি রক্ষায় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।”

তিনি আরও বলেন, “পুলিশ তদন্ত করে শহিদুলকে আটক করেছে। এখানে আমাদের কোনো হাত নেই। আদালত যদি মনে করে সে নির্দোষ, তাহলে সে জামিন পাবে।”

ভূজপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, “চা-বাগানের নার্সারিতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহীদুলকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”