মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সাতকানিয়া ভূমি অফিসে ঘুষের অভিযোগ নাজিরের বিরুদ্ধে

মুহাম্মদ নাজিম উদ্দিন | প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৬:০৮ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ভূমি অফিসে সরকারি ফির বাইরেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে; যার কেন্দ্রে রয়েছেন কার্যালয়টির নাজির কাম ক্যাশিয়ার রিমন বড়ুয়া।

ভুক্তভোগীদের অভিযোগ, শুনানি বা মামলার তারিখ নির্ধারণ থেকে শুরু করে রায়ের কপি তোলা পর্যন্ত প্রতিটি ধাপে নাজিরকে ‘ঘুষ’ না দিলে কোনো কাজই এগোয় না।

মুহাম্মদ নোমান নামে এক ব্যাংক কর্মকর্তা অভিযোগ করেন, তার পরিবারের একটি মামলার শুনানির তারিখ নির্ধারণ ও রায়ের কপি তোলার জন্য রিমন বড়ুয়াকে টাকা দিতে হয়েছে।

তিনি বলেন, “সরকারি অফিসে গিয়ে নিজেদের ভিক্ষুকের মতো মনে হয়েছে। শুনানির তারিখ নিতেও টাকা লাগে, রায়ের কপি তুলতেও টাকা লাগে। এটা কেমন ব্যবস্থা?”

হারুন আর রশিদ নামে এক সাংবাদিক অভিযোগ করেন, তার এক আত্মীয়ের কাছ থেকে একই কাজের জন্য রিমন বড়ুয়া ৭ হাজার টাকা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “টাকা দিলে ফাইল দ্রুত এগোয়, না দিলে মাসের পর মাস এমনকি বছরও পেরিয়ে যায়। বাধ্য হয়ে জমির কাগজের জন্য জীবনে প্রথমবার ঘুষ দিতে হলো।”

এসব অভিযোগের বিষয়ে জানতে নাজির রিমন বড়ুয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিষয়টি নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”