
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শিক্ষার্থীদের অনন্য সাফল্য উদযাপনের লক্ষ্যে আজ রোববার লক্ষ্মীছড়ি সেনা জোনের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি বিদ্যালয়টির এসএসসি-২০২৫ ব্যাচের তিনজন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং দুজন শিক্ষার্থী জাতীয় অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী কাতেব।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর ধারাবাহিক সহযোগিতা এবং স্থানীয়দের আন্তরিক প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। শিক্ষার্থীদের এই অর্জন কেবল বিদ্যালয়ের গৌরবই নয়, বরং এটি এই অঞ্চলের জন্য একটি বড় সম্মান।”
সভাপতির বক্তব্যে সাবেক চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী কাতেব বলেন, “প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয়টি বরাবরের মতোই অনন্য। এ ধারা অব্যাহত রাখতে তিনি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।” তিনি প্রতিষ্ঠানটির প্রতি সেনাবাহিনীর সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পদস্থ সেনা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম এবং অন্যান্য অতিথিবর্গ কৃতি পাঁচ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।