মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

হাটহাজারীতে ৫ মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৩৫ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে পাঁচটি মামলার পরোয়ানাভুক্ত এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নূর খালেক শহিদের (৪৫) বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়া এলাকায়। তিনি ওই ইউনিয়ন জামায়াতের সাবেক আমির।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানা এলাকা থেকে নূর খালেককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।